ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হোসেনপুরে ব্যাংক লোনের লোভ দেখিয়ে টাকা আত্নসাত ঘটনার চাঞ্চল্যকর তথ্য


২৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৭

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরের ব্যাংক লোনের লোভ দেখিয়ে টাকা আত্নসাতের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এই ঘটনার মধ্যমনি অগ্রণী ব্যাংক চরপুন্দি শাখার ব্যবস্থাপক আজহারুল ইসলাম। তিনি মোস্তাকের পরিবারের নিকট ১ কোটি টাকা লোন দেয়ার নাম করে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আর এ টাকা নেয়ার সঙ্গে জড়িত সোহেল, রবিন ও দয়াল। এর মধ্যে রবিন সাইদল ইউনিয়নের চেয়ারম্যান সবুজের ভাতিজা। এই চক্রটি অসংখ্য মানুষের নিকট থেকে লোন করে দেয়ার নাম করে টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত লোকের কাছ থেকে ব্যাংক লোন করে দেয়ার নাম করে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয় এই চক্র।

ভুক্তভোগীরা লোনের আশায় ফাইল প্রসেসের নামে এ টাকা দিলেও লোন পায়নি। এমনকি টাকা ফেরত না দিয়ে দিনের পর দিন ঘুরাতে থাকে চক্রের সদস্যরা।

অনুসন্ধানে এ চক্রের প্রধান হিসেবে বেরিয়ে আসে আজহারুল ইসলামের নাম। যিনি হোসেনপুর চরপুন্দি শাখার ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এ টাকা আত্নসাতের পেছনে জড়িতরা হলো সোহেল, দয়াল ও রবিন।
এর মধ্যে রবিন সাইদল ইউনিয়নের চেয়ারম্যান সবুজের ভাতিজা। ব্যাংক ম্যানেজার আজহারুলকে ব্যাবহার করে তারা লোকজনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে।

এখানে মুলত পুরো চক্রের প্রধান হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম। তিনি এদেরকে ব্যবহার করে ভুক্তভোগীদের টাকার একটি বড় অংশ আত্মসাৎ করেছেন। যা প্রায় কোটির অংকের ঘরে। আর বাকি টাকা এই চক্রের সদস্যরা ঢাকায় গুলশানের বিভিন্ন হোটেলে থেকে ফুর্তি করেছে।

এদিকে মোস্তাকের পরিবারের অভিযোগ, ম্যানেজার আজহারুল তাদের নিকট থেকে ৫ লাখ টাকা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত লোন করে দিতে পারেনি। তাদের নিকট থাকা প্রমান নিয়ে এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন।

মোস্তাকের ভাই রনি অভিযোগ করেন, ব্যাংক ম্যানেজার আজহারুলসহ রবিন, দয়াল ও সোহেল ১ কোটি টাকা লোন করে দেয়ার নাম করে ৫ লাখ টাকা নিয়েছে। বর্তমানে এই টাকা কেউ দিচ্ছেনা। এই টাকা চাইতে গেলে অনেক হুমকি ধামকি দিচ্ছে।

আমরা এখন টাকা উদ্ধার ও প্রতারনা করার অভিযোগে আইনের আশ্রয় নিচ্ছি।