ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভুক্তভোগীদের টাকা বুঝিয়ে দিল সেই মোস্তাকের পরিবার


২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২০

ছবি সংগৃহীত

লোন দেয়ার নামে টাকা নিয়ে লোন না হওয়ায় ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়া শুরু করেছে সেই মোস্তাকের পরিবার। আজ শুক্রবার কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয়ভাবে গ্রামের লোকজন বসে বিষয়টি সমাধান করা হয়।

সমাধানের বিষয়টি ভুক্তভোগী ও মোস্তাকের ভাই নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাংক লোন দেয়ার নাম করে টাকা আত্নসাতের খবর প্রকাশ করা হয়। এরপরই মোস্তাকের পরিবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। সেই সঙ্গে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগও শুরু করে। এরপর আজ শুক্রবার স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বসে সমাধান করা হয়।

ভুক্তভোগী তানিম মাস্টার বলেন, মোস্তাকের বাবা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও সাড়া দেই। এরপর আজ বসে সমাধান করা হয়েছে।

তিনি বলেন, আরও দুজন ভুক্তভোগী আজিজুল ও দেলোয়ার তারাও তাদের পাওনা বুঝে পেয়েছে। স্থানীয়ভাবে মিমাংসা হওয়ায় আমরা সবাই খুশি।

এদিকে মোস্তাকের ভাই রনি বলেন, আমরা মিমাংসা করে ফেলেছি। আমাদের বাড়িতেই সবাই বসে এই মিমাংসা করা হয়। তাদের পাওনা আমরা বুঝিয়ে দিয়েছি।