ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত


২৮ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৫

ছবি সংগৃহীত

বরিশালে সড়ক দুর্ঘটনায় মো. রিয়াজুল ইসলাম সবুজ (৪০) নামে এক বিএনপি নিহত হয়েছেন।

বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

সবুজ বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

নিহত সবুজের স্বজনরা জানিয়েছেন, বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সবুজসহ তিনজন মোটরসাইকেলে করে বাকেরগঞ্জ থেকে বরিশাল নগরের উদ্দেশে আসছিলেন। পথে নলছিটি উপজেলার কাঠেরঘর নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলার তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।