ঝিনাইদহে বিএনপি-জামায়াতসহ গ্রেপ্তার ৫১

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১০ বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫১ জন গ্রেপ্তার হয়েছে। সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় সদরে ২ বিএনপি, শৈলকুপায় ৫, কালীগঞ্জ ও মহেশপুর থেকে ৩ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়।
এছাড়াও অন্যান্য মামলায় ৬ উপজেলা থেকে আরও ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে জানায় পুলিশ।
আইএমটি