ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ঢাকা - ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুলের উঠান বৈঠক


২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৭

ছবি সংগৃহীত

ঢাকা - ১৯ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম চেয়ারম্যান এর উঠান বৈঠক অনুস্ঠিত।

সোমবার (২৫সেপ্টেম্বর) দুপুরে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুর রহমান ডালুর সভাপতিত্বে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজনে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এবং সন্ধ্যায় শিমুলিয়া বাজারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৯ আসনের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বর্তমান সফল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুস্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ দেওয়ান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমেদ সুমন ভূইয়া। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ও আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার ঢাকা ১৯ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান আলোচক তার আলোচনায় আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরেন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের প্রশংসা ও পাশের ইউনিয়নে সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথমেই শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের ,জাতীয় চার নেতাকে শ্রদ্ধা ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ চেয়ারম্যান এর সুস্হতা কামনা করে দোয়া চেয়ে এবং সাবেক মরহুম নুর ইসলাম চেয়ারম্যান এর রুহের মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন, তিনি বিগত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নমিনেশন নিয়ে বলেন যোগ্য ব্যক্তি রেখে, অযোগ্য কাউকে হাল চাষ করতে দেওয়ায় পায়ে ফাল লেগেছে, আশা করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে ,হাল চাষ করতে পারে এমন যোগ্য প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে।

আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন আহমেদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস পালোয়ান সহ বক্তারা বলেন, তৃণমূল নেতাদের যে মূল্যায়ন করবে সেরকম একটি সংসদ সদস্য আমরা চাই ,সাইফুল ইসলাম আওয়ামী আদর্শের অবিসংবাদিত নেতা যার ব্যাপারে কোন উদাহরণ নেই, তিনি বলেন বঙ্গবন্ধুকে যদি ভালবাসেন জননেত্রী শেখ হাসিনাকে যদি ভালোবাসেন বাংলাদেশ আওয়ামী লীগকে যদি ভালোবাসেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে সাইফুল ইসলামের নেতৃত্বের কোন বিকল্প নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য ও প্যানেল মেয়র মোঃ এনামুল হক মুন্সী, লায়ন মোর্শেদ আলম ভূঁইয়া,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান ( মতি) আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আমির হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আশুলিয়া থানা শ্রমিক লীগ আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোঃ কাজল, যুগ্ম আহবায়ক সানাউল্লাহ ভূয়া (সানি) ইয়ার পুর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি” ফজলুল হক মীর, ধামসোনা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাদবর, সাইফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।