ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ফুলছড়িতে জাতির জনক ও মরহুম ডেপুটি স্পিকার স্মরণে আলোচনা সভা


১৬ সেপ্টেম্বর ২০২৩ ০২:৫৩

ছবি সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে মহান স্বাধীনতার স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদদের স্মরণে ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-০৫ সংসদীয় আসনের ৭ বারের নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. ফজলে রাব্বী মিয়া'র রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা উড়িয়া ইউনিয়ন ঈদগাঁ মাঠে মধ্য উড়িয়া দারুস সালাম জামে মসজিদ কমিটি এবং উড়িয়া ইউনিয়ন বাসীর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি জনাব মুহাম্মদ খুরশীদ আলম,বাংলাদেশ সুপ্রিম কোর্ট।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকারের মেয়ে,ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
এছাড়াও উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মহান মুক্তিযুদ্ধ সহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদ ও প্রয়াত সাবেক ডেপুটি স্পিকারের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।পরে উপস্থিত জনসাধারণের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।