ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


এমপি আনার হত্যা চেষ্টা মামলা ডিবিতে


২৪ অক্টোবর ২০১৮ ১৮:০৮

এমপি আনোয়ারুল আজীম আনা

ঝিনাইদহের কালীগঞ্জের বহুল আলোচিত এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা চেষ্টা মামলাটি অবশেষে ডিবি’তে হস্তান্তর করা হয়েছে।

প্রায় ২ বছরে ৪ জন তদন্তকারী কর্মকর্তার তদন্ত কার্যক্রম শেষে চলতি বছরের ২০ অক্টোবর ঝিনাইদহ ডিবি পুলিশের কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী।

২০১৬ সালের ১ নভেম্বর এমপি আনাকে হত্যা চেষ্ঠার অভিযোগ এনে তার পিএস আব্দুর রউফ বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। যার মামলা নং-১ তারিখ ০২/১১/২০১৬ ইং।

মামলাটি প্রথম তদন্ত কর্মকতা এসআই ইমরান আলমের বদলীর পর দায়িত্ব নেন পরবর্তী এসআই নিরব হোসেন। একাধিক কর্মকতা বদলী হওয়ার করণে সর্বশেষ তদন্তের দায়িত্ব পড়ে বর্তমান সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলামের উপর।

এসআই জাহিদুল ইসলাম জানান, তিনি মামলাটি গ্রহণের কয়েকদিন মাথায় উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এমপি হত্যা চেষ্টা মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তরের নিদের্শ পান। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গত ২০ অক্টোরব আনুসঙ্গিক কাগজপত্রসহ ১৭০ পাতার ডকেটটি ডিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানাযায়, মামলায় ফরাসপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আওয়ামী লীগ আবু সাঈদ (৪৬), হরিণাকু- উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী ও ঝিনইদহ সদর উপজেলার রাধানগর মোল্ল্যাপাড়ার কওসার আলী (৪৫), হরিনাকুন্ডু উপজেলার আজিজুল মোল্ল্যা ও ঝিনাইদহ উপশহর পাড়ার শাহাদৎ শেখের ছেলে নাসির শেখসহ (৩৫) ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে মামলা টি দায়ের করা হয়।

মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার তৎকালীন সেকেন্ড অফিসার (বর্তমান ঝিনাইদহ ডিএসবি ওসি) ইমরান আলম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খান এমপি হত্যা চেষ্টার সাথে জাড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার স্বীকারোক্তি মোতাবেক অন্যান্যদের গ্রেফতার করা হয়।

মামলার বাদি এমপি আনোয়ারুল আজীম আনারের পিএস আব্দুর রউফ জানান, মামলাটি ওই ভাবেই ঝিমিয়ে আছে। আসামিরা জামিনে আছে। সামনে ভোট আর দলীয় নেতাকর্মীরা এর সাথে জড়িত। মামলাটি সেইভাবেই আছে। মামলাটি ডিবিতে হস্তান্তর হয়েছে বলেও তিনি স্বীকার করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসএমএন