তারেকের সবুজ সংকেত পেল শাহীন

রাজশাহী -১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছেন নতুন মুখ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখার যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাৎ হোসেন শাহীন । নির্বাচনের মাঠে প্রচার-প্রচারনাসহ দলীয় হাই কমান্ডের সাথে যোগাযোগ রাখছেন তিনি ।
সম্ভাব্য এই প্রার্থী নতুন সময়কে জানান, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে নির্বাচনের মাঠে নামছি। এই সপ্তাহে তিনি দেশে ফিরছেন ।
গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তিনি। এই সময় শাহীনকে নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারেক রহমান বলে জানা যায়। এর আগে দীর্ঘ দিন থেকে শাহীনের পক্ষে নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তার পিতা সাবেক ইউপি চেয়ারম্যান ও মুন্ডুমালা পৌর বিএনপি সভাপতি মোজাম্মেল হক।
নির্বাচনের মাঠে নতুন মুখ এবং স্বচ্ছ ইমেজের কারনে এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে জনগনের মুখে-মুখে আলোচনায় উঠে আসছে এই উদীয়মান নেতার নাম। বিএনপির রাজনৈতিক পরিবারে বেড়ে উঠা প্রভাষক শাহীন বলেন,বিএনপির ভিশন ২০৩০ কে বাস্তবায়নের লক্ষে তারুন্যের কাধে কাধ মিলিয়ে উন্নয়নের কাজ করব।এছাড়া তানোর -গোদাগাড়ীকে আধুনিক শহরে রুপান্তর করার দৃঢ পরিকল্পনা ব্যাক্ত করেন তিনি।
তিনি বলেন,তৃনমুলের নেতা-কর্মীদের বিপদে সব সময় কাছে থাকব । এই মুহুর্তে নেত্রীকে মুক্ত করায় আমাদের প্রধান কাজ বলেন,তিনি। আর নেত্রীকে মুক্ত করার জন্য দলীয় কর্মসুচিতে মাঠে থাকবেন তিনি। এই আসনে বিএনপির ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার আমিনুল হক তিন বার এমপি হয়েছেন। তবে গত নবম জাতীয় সংসদ নির্বাচনে মামলার জটিলতায় তিনি প্রার্থী হতে পারেনি।
এবার ভোটের মাঠে এখন পর্যন্ত তার প্রচার –প্রচারনা চোখে পড়ছে না বলে একাধিক সুত্রে জানা যায়।এক্ষেত্রে আমিনুলের প্রার্থী হওয়ার ব্যাপারে আবারো জাটলতা তৈরি হলে শাহীনের বিকল্প থাকছে না কেউ বলে জানান দলের কয়েকজন প্রবীন নেতা।
এসএমএন