ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা


৮ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৪২

ছবি সংগৃহীত

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গাজীপুর সদর উপজেলার মনিপুরে আলোচনা ও বর্ণাঢ্য শোভাযাত্রা-২০২৩ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি মনিপুর বাবুরবাড়ী দূর্গা মন্ডব থেকে শুরু হয়ে মনিপুর বাজার তালতলী হয়ে পুনরায় বাবুবাড়ী মন্দিরের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।

উক্ত জন্মাষ্টমী সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম গাজীপুর জেলা শাখার সহ সভাপতি দীনেশ কিশোর বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শৈলেশ চন্দ্র বর্মন। শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন জয়দেবপুর থানার তদন্ত কর্মকর্তা দুলাল চন্দ্র সরকার।

মনিপুর পশ্চিমপাড়া সার্ব জনীন দূর্গা ও কালী মন্দিরের সাবেক সভাপতি ফালান চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উপ-পরিচালক বাংলাদেশ স্কাউটস সত্য রঞ্জন বর্মন, রাধাকৃষ্ণ ভক্তিবৃক্ষ সংঘের মনিপুর শাখার সভাপতি অমল হাওলাদার, গাজীপুর সদর উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শিপন চন্দ্র বর্মন রায়সহ সনাতন ধর্মাবলম্বীরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, মনিপুর সার্বজনীন দূর্গা মন্দির ও হিন্দু কল্যাণ ট্রাস্টের জমি দখলের পায়তারা করছে স্থানীয় ওয়েল লট ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।এবং প্রতিষ্ঠানের পক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও জনান বক্তারা। তাই মন্দিরের জমি দখল মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেন উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা।