ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


কালীগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৮

ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত (৪৫) এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪  সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ী রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
বারবাজার ক্যাম্পের আইসি এসআই শিহাব উদ্দীন জানান, এলাকাবাসী সকালে ফুলবাড়ী রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। 
 
তিনি আরো জানান, রাতের যেকোন সময় হয়ত সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। 
 
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, নিহত হওয়া ব্যক্তিটি লুঙ্গি পরিহিত। রাতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তিটি নিহত হয়েছেন বলে তিনি ধারণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 
 
অারআইএস