ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


পাথরঘাটায় জামায়াতের আমীরসহ আটক ৩


২৫ আগস্ট ২০২৩ ১৭:৩২

ছবি সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের আমীরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মো.শামিম আহসান, সাবেক পৌর আমীর মাওলানা ফজলুর রহমান ও উপজেলা জামায়াতের রোকন নাসির উদ্দিন সরদার।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, পাথরঘাটায় নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে -এমন গোপন তথ্য পেয়ে পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।