পাথরঘাটায় জামায়াতের আমীরসহ আটক ৩

বরগুনার পাথরঘাটায় নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের আমীরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মো.শামিম আহসান, সাবেক পৌর আমীর মাওলানা ফজলুর রহমান ও উপজেলা জামায়াতের রোকন নাসির উদ্দিন সরদার।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, পাথরঘাটায় নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে -এমন গোপন তথ্য পেয়ে পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।