নেত্রকোণায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

নেত্রকোণায় এসএমই ফাউন্ডেশন এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এর যৌথ উদ্যোগে ও নাসিব নেত্রকোণা জেলা শাখার সহযোগিতায় "পাটজাত পণ্য তৈরিকরণ ও ব্যবসায় ব্যবস্থাপনা" শীর্ষক পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় লেডিস ক্লাব নেত্রকোণায় দিনব্যাপী সমাপণী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য ১৭ আগস্ট থেকে শুরু করে ২২ আগস্ট পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।
নাসিব নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি ও স্বপ্নপাখি একাডেমী, নেত্রকোণার পরিচালক শাহানা আক্তার পপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুর রউফ সরকার, নেত্রকোণা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, জাতীয় মহিলা সংস্থা নেত্রকোণার চেয়ারম্যান আমিরুন্নাহার খানম জবা,
নেত্রকোণা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, নাসিব প্রশিক্ষক একেএম রহমতুল্লাহ প্রমূখ।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।