বড়াইগ্রামে গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহনে সোমবার বিকেলে উপজেলার বনপাড়া বাজারের পাটোয়ারী জেনারেল হাসপাতালের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গ্রেনেড হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডা সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুজ্জামান গোলাম,জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভিন,মাদকবিরোধী নাগরিক কমিটির বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি আবদুস সোবহান প্রামানিক,বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক টিএম মাসুদ করিম বাকী,উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি ইসাহক আলী মোল্লা,বনপাড়া শহর যুবলীগ সভাপতি জাকির সরকার,সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ সহ অন্যান্যরা।
মিছিলটি বনপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।এ সময় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।পরে গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমান প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা নিবেদন সহ নিহত ও আহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।