কাশিমপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

গাজিপুরের কাশিমপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
টককৃতরা হলেন বাগবাড়ী, সিদ্দিকুর রহমানের দুই ছেলে, জামাল উদ্দিন ও ফারুক হোসেন।
গাজীপুর মহানগর কাশিমপুর ৫নং ওয়ার্ড বাগবাড়ী এলাকা থেকে মঙ্গলবার রাত ৯ নয়টার দিকে সিদ্দিকুর রহমানের দুই পুত্র সন্তান, গাজা ব্যবসায়ী জামাল উদ্দিন(৪২) ও ফারুক হোসেন(৩১)কে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ তানভীর তুষার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০শত গ্রাম গাজা ও নগদ ২৫০ টাকাসহ আটক করেন।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ১৯(ক)/৪১ ধারা একটি মামলা দায়ের করে আজ বুধবার দুপুর দুইটার দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।