টেকনাফে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ বিজিবির

কক্সবাজারের টেকনাফে বিজিবি'র অভিযানে ৩,৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ আলুগোলা নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত অপারেশন অফিসারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং নাজিরপাড়া বিওপি হতে দুইটি চোরাচালান বিরোধী টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে আলুগোলা (ভাংগা) মাছের প্রজেক্টের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ২৩১০ ঘটিকায় টহলদল তিনজন ব্যক্তিকে তিনটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন হতে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা তিনটি পলিথিনের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নাফ নদীর পার্শ্বে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া তিনটি পলিথিনের ব্যাগ উদ্ধার করে তার ভেতর থেকে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।উক্ত অভিযান চলাকালীন আরও জানা যায়, ইয়াবার আরেকটি চালান বর্ণিত এলাকা দিয়ে পাচার হতে পারে। এপ্রেক্ষিতে টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বর্ণিত এলাকার কেওড়া বাগান এবং বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে থাকে। পরবর্তীতে অদ্য ১৫ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক সকাল ০৬২৫ ঘটিকায় পূর্ব থেকেই অবস্থানরত টহলদল নাফ নদী পার হয়ে তিনজন ব্যক্তিকে একটি প্লাষ্টিকের বস্তা কাঁধে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে আলুগোলা মাছের প্রজেক্টের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা বস্তাটি ফেলে দিয়ে বর্ণিত সময় মাছের প্রজেক্টে অনেক শ্রমিকের কাজের সুযোগে দ্রুত দৌড় দিয়ে নাফ নদীর পার্শ্বে অবস্থিত ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে তাদের ফেলে যাওয়া বস্তার ভিতর হতে ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। উক্ত অভিযানে সর্বমোট ৩,৩০,০০০ (তিন লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় অধিকতর অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারীকে কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।