ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কেশরহাট উচ্চ বিদ্যালয়ের মার্কেট মসজিদের বেহাল দশা


১৫ জুলাই ২০২৩ ২১:৪৯

ছবি সংগৃহীত

মোহনপুরের কেশরহাট পৌর বাজারে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের বানিজ্যিক মার্কেটের মসজিদে নামাজ পড়তে পারছেন না মুসল্লিরা। কর্তপক্ষকে দোষারোপ করছেন মার্কেটের ব্যবসায়ী ও বাজারে আসা মুসল্লিরা।

সরজমিনে শনিবার (১৫ জুলাই) দুপুরে গিয়ে দেখা যায়, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের মার্কেটে সুুনামধন্য একাধিক ব্যাংক ও অসংখ্য ব্যাবসায়ীদের থেকে কোটি কোটি টাকা আদায় করা হলেও তাদের নামাজের যথাযথ সু-ব্যবস্থা করতে পারেনি বিদ্যালয়ের কর্তপক্ষ। সকল কিছু পাকা ছাদের হলেও মসজিদ ঘিরে রাখা হয়েছে ইট ভাঙ্গা কিছু টিন দিয়ে। আর বৃষ্টির পানি মসজিদের ভিতরে প্রবেশ করায় মুসল্লিরা সেখানে জামাতে নামাজ আদায় করতে পারছেনা। কেউ নামাজ আদায় করতে চাইলে অনেক কষ্ট করে মসজিদের ওয়ালের এক পাশে সপের পাটি বিছিয়ে নামাজ আদায় করছেন।

মার্কেটে অবস্থানরত ব্যবসায়ী বাবুল হোসেন, শহিদুল ইসলাম, আতিকুর রহমান আতিকসহ মুসল্লিরা বলেন, এই মার্কেটে দোকান বরাদ্দ নিতে জন প্রতি লাখ লাখ টাকা দিতে হয়েছে। প্রতি মাসে ব্যাপক হারে ভাড়াও আমরা যথা সময়ে পরিশোধ করে থাকি। কিন্তু আমাদের দাবি নামাজ আদায়ের জন্য পরিবেশগত মসজিদ প্রয়োজন। কিন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে একাধিকবার বলা হলেও তিনি মসজিদটির প্রতি নজর দেননা। এখানে মসজিদের নামে বরাদ্দকৃত লাখ টাকার উপরে থাকার পরেও তিনি ছাদসহ সুন্দর মসজিদ করে দিবেন বলেও কোন কাজ করেন না। যদি তাদের বরাদ্দের টাকার সঙ্গে মসজিদ নির্মাণে আরো কিছু টাকার প্রয়োজন হয় তাহলে আমরা ব্যবসায়ীসহ মুসল্লিরা সহোযোগিতা করবো। আমাদের সকলের দাবি যেন দ্রুত এই মসজিদ নির্মাণ করে নামাজ আদায়ের উপযোগী করা হয়।

এবিষয়ে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ শফিকুল ইসলাম বলেন, ঈদ গেল মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আমি কথা বলেছি এবং স্কুল ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলেছি, মসজিদ সংস্কারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।