ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


ভোলায় ছোট ভাইয়ের জমির দখল নিতে মামলার ভয় দেখাচ্ছে বড় ভাই


২৩ অক্টোবর ২০১৮ ২৩:২৯

ফাইল ফটো

ভোলা জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের আপন ছোট ভাইয়ের জমি বড় ভাই আবুল কালাম জাল দলিল দেখিয়ে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ ছোট ভাইর। একের পর এক বড় ভাই ছোট ভাইর বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানি করছে।

স্থানীয় সূত্রে জানায়, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মৃত মোজ্জাম্মেল এর ২ ছেলে বড় ছেলে আবুল কালাম, আর ছোট ছেলে আবু জাফর। আবুল কালাম পেশায় ছিলেন একজন রিক্সাচালক। তার দুই ছেলে চট্রগ্রাম বন্দর পোর্টে সিকিউরিটি গার্ডে চাকরী করে, ওই সুবাধে এখন বড় টাকা ওয়ালার হুমকির মুখে আপন ছোট ভাই। ছোট ভাই আবু জাফরের ভোগ দখলীয় সম্পত্তির জাল দলিল করেছে। জাফরের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে হয়রানি করছে। আবুল কালাম একজন লোভী মানুষ।জাল দলিল করায় গত ২মাস আগে আবু জাফর বাদি হয়ে মামলা দায়ের করে ভোলার আদালতে।

আবুল কালামের আপন ভাই জাফর জানান, আবুল কালাম আমার আপন বড় ভাই। তিনি একজন লোভী মিথ্যুক মানুষ। আমাকে ও এলাকার সাধারণ অসহায় মানুষকে প্রতিনিয়ত হয়রানি করছে। আমার ভোগ দখলীয় সম্পত্তির জাল করেছে আমি মামলা করেছি তিনি এখন পলাতক রয়েছে। সে আমার বিরুদ্ধে একটি মামলা করেছে গত রবিবার ১৪ তারিখ ভোলা ম্যাজিস্ট্রেট কোর্টে যাহার মামলা নম্বর ৭৫/১৮ এম.পি।

এবিষয়ে আবুল কালামের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।