ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


অবৈধভাবে ফেরায় ১৪ বাংলাদেশী আটক


২৩ অক্টোবর ২০১৮ ২১:৫৭

অবৈধ্য ভাবে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে ফেরার সময় শিশুসহ ১৪ বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ( ২৪ অক্টোবর) সাড়ে ১১ টার দিকে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৩ শিশু, ৩ নারী ও ৮ জন পুরুষ রয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় বেনাপোল হতে বরিশালগামী একটি বিআরটিস বাসে যাওয়ার পথে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৩ জনের বাড়ি পিরোজপুর ও ১১ জনের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ পথে ভারত হতে আসার কারণে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এসএমএন