রাজধানীর দিলু রোডে ককটেল বিস্ফোরণ

রাজধানীর দিলু রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাজার করার প্যাকেটে মগবাজার ফ্লাইওভার থেকে দুটি ককটেল ছুঁড়ে ফেলা হয়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি ককটেল বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত রয়েছে।’
ডিএমপির তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল জোনের সহকারী কমিশনার এসএম আরিফ রায়হান বলেন, ‘মগবাজার এলাকায় বিস্ফোরণের খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’