আশুলিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

রাজধানীর অদূরে সাবারের আশুলিয়ায় পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়ে করার ক্ষোভ থেকে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। এরপর গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়ার রণস্থল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পেশায় একজন পোশাক শ্রমিক এবং নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা।
প্রতিবেশী নজরুল ইসলাম কাজী বলেন, রাত দেড়টার দিকে ওই নারী ফোন করে আমাকে একটা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দিতে বলেন। আমি জানতে চাইলে তিনি জানান, স্বামীর গোপানাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছেন। পরে একটা ভ্যানের ব্যবস্থা করে দিয়েছি।
ভুক্তভোগীর বড় ভাই বলেন, খবর পেয়ে গ্রাম থেকে সাভারে হাসপাতালে ছুটে এসেছি।
যত দূর জেনেছি পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী এখন হাসপাতালে ভর্তি। অভিযুক্ত স্ত্রীও সেখানে আছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। ওই নারীকে আটক করা হয়েছে।