ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বরগুনায় ডিবির মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২


১০ জুলাই ২০২৩ ০৫:৩১

ছবি সংগৃহীত

বরগুনা জেলা গোয়েন্দা সংস্হা ডিবির মাদক বিরোধী অভিযানে দুইশো পিচ ইয়াবা সহ ২জন মাদক কারবারি আটক। আজ রবিবার বিকেল পাঁচটায় সদর উপজেলার কালিরতবক গ্রাম থেকে তুহিন ও অলি উল্লাহকে ইয়াবা বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার কালিরতবক গ্রামের ছয়জদ্দিন হাওলাদার বাড়ির সামনের ব্রীজের উপর ইয়াবা বিক্রি হচ্ছে। এমন তথ‍্যের ভিত্তিতে আমি সহ উপ পরিদর্শক জ্ঞান কুমার দাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুইশো পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এসময় চিহ্নিত মাদক কারবারি তুহিন হাওলাদার পিতা নান্না হাওলাদারের কাছে একশত পিচ ইয়াবা ও অপর আসামী অলিউল্লাহ পিতা শফিকুল ইসলামের নিকট হতে একশত পিচ ইয়াবা জব্দ করা হয়।

বশির আলম আরো জানান ধৃত আসামীদের কাছ থেকে পাওয়া জব্দকৃত ইয়াবার বাজারমূল্য ষাট হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ বিরোধী আইনে বরগুনা জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক জ্ঞান কুমার দাস বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।