তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদী পারাপারের সময় নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারের জন্য হাতীবান্ধা ফায়ার সার্ভিস কাজ করছে।
রবিবার (৯ জুলাই) সকালে হাতীবান্ধা উপজেলার ধুবনি গ্রামে এ ঘটনা ঘটে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন ও থানার অফিসার ইনচার্জ শাহ আলম নিশ্চিত করেছেন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি গ্রামের ফজলুল হক(৪০), আহিদুল (৩৫), শফিকুল (৪৫)। তাদের বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।