ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে তিন আরসা সদস্য নিহত


৭ জুলাই ২০২৩ ১৮:৪৭

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এছাড়া দুই রোহিঙ্গা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এপিবিএন পুলিশের দাবি, নিহতরা তারা আরসা সদস্য।  

শুক্রবার (৭ জুলাই) ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬) ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

আহতরা হলেন- ক্যাম্প-১৩ এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আব্দুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ। 

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর। তিনি জানান, দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়৷ এতে উভয় পক্ষের গুলিতে তিনজন মারা যায়। আমাদের টিম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেখান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা আরসা সদস্য। 

এ ঘটনার পর থেকে এপিবিএন পুলিশ অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।