ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কারাগারে অসুস্থ, হাসপাতালে বন্দির মৃত্যু


৭ জুলাই ২০২৩ ১৮:০৪

ছবি সংগৃহীত

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথের আওয়ামী লীগ নেতা গয়াছ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মাসুক মিয়া (৫৬)।

চিকিৎসক ও কারাগার কর্তৃপক্ষ বলছে, অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ ও পক্ষাঘাতের কারণে মারা যান মাসুক মিয়া। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, মাসুক মিয়া ‘আনকন্ট্রোল হাইপারটেনশন ও সাইড উইকনেস’ এর রোগী ছিলেন। গত ১ জুলাই হঠাৎ করে ব্রেইনস্ট্রোক করলে কারাগার থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ জুলাই বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা গয়াছ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ২০২২ সালের ৩ জুন রাতে জগন্নাথপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। তিনি (মাসুক মিয়া) উপজেলার বরুণী গ্রামের মরহুম জমির আলীর ছেলে ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।

আর শেখ মো. গয়াছ উদ্দিন একই গ্রামের বাসিন্দা। ২০২২ সালের ২৮ মে রাতে স্থানীয় পীরের বাজার থেকে বাড়ি ফেরার পথে বরুণী গ্রামের নিজ বাড়ির পাশেই হামলার শিকার হয়ে গুরুতর আহত হন শেখ গয়াছ উদ্দিন। এরপর ২ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ নেতা গয়াছ।

ওই রাতে নিহতের ছেলে মাজেদ আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন, (মামলা নং-২)। ওই মামলার আসামি ছিলেন মাসুক।