ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বিএনপি নেতা লুৎফর রহমানের পিতার মৃত্যুতে শোক সভা


৩ জুলাই ২০২৩ ২৩:৫৮

ছবি সংগৃহীত

গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমানের পিতা মরহুম মোঃ ছফির উদ্দিন এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গফরগাঁও পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মোহাম্মদ মানিক ।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও সাংগঠনিক অভিভাবক।

গত ২৭ জুন বৃহস্পতিবার, গফরগাঁও পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
গফরগাঁও উপজেলার ২নং বারবাড়িয়া ইউনিয়নের বিএনপি নেতা লুৎফর রহমানের পিতা মোঃ ছফির উদ্দিন ১১৫ বছর বয়সে গত ২৬ শে জুন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। উনারা আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গফরগাঁও পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা- আরিফুল ইসলাম কাজল, উপদেষ্টা- নাজমুল হক জুয়েল , সিনিয়র সহ-সভাপতি- লুৎফুর রহমান, সহ-সভাপতি-  শাহ্ মোসাদ্দেক সুমন, সহ-সভাপতি তাহের উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক- পারভেজ মোস্তফা, 
যুগ্ন সাধারণ সম্পাদক  আকরাম হোসেন।  সহ-সাধারণ সম্পাদক- কামরুজ্জামান চঞ্চল, সহ সাংগঠনিক সম্পাদক- ইমরান আহমেদ, প্রচার সম্পাদক কামরুজ্জামান বাবলু,  মানবাধিকার সম্পাদক- তোফায়েল আহমেদ রায়হান, ক্রীড়া সম্পাদক- মাহফুজুর মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক - মনির হোসেন, যুব বিষয়ক সম্পাদক আব্দুল আলিম পিন্টু, সম্মানিত সদস্য পায়েল আহমেদ, সম্মানিত সদস্য মনির হোসেন প্রমুখ । আলোচনা সভায় সকল বক্তারা মরহুম মোঃ ছফির উদ্দিন মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন  গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আকরাম হোসেন ।
উল্লেখ্য , ২৭ শে জুন বাদ আছর গফরগাঁও উপজেলা বারবাড়িয়া ইউনিয়নের নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় ।
উক্ত জানাযায উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার , গফরগাঁও উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক খাইরুল ইসলাম , যুগ্ন আহ্বায়ক মুশফিকুর রহমান , গফরগাঁও- পৌরসভা বিএনপি'র আহ্বায়ক ফজলুল হক ,
আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা বিএনপি , যুবদল , স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।