ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ল্যাবএইডে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ


২৪ জুন ২০২৩ ২০:৪৬

এবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভুল চিকিৎসায় তাহসিন হোসেইন (১৭) নামের এক কিশোরের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনেরা।

শুক্রবার (২৩ জুন) ল্যাবএইড হাসপাতালে তিন মাস ধরে চিকিৎসাধীন থাকা তাহসিন হোসাইনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই স্বজনেরা এই অভিযোগ জানায়।

স্বজনদের অভিযোগ, গত ২৮ মার্চ অপারেশন করে তার মলাশয়ের এক টুকরো নালি কেটে ফেলে দেওয়া হয়। ডা. সাইফুল্লাহ একে সফল অপারেশন বললেও ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে তাহসিনের। এর সাত দিন পর কাউকে অবগত না করেই ৬ এপ্রিল দ্বিতীয়বার অপারেশন করেন ডা. সাইফুল্লাহ। কিন্তু কোনো সুখবর দিতে পারেননি তিনি। বরং রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে। রোগীর শরীরে তিন জায়গা থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল। অপারেশনের স্থান থেকে, শরীরে লাগানো টিউবের পাশ দিয়ে এবং স্টুল ব্যাগ দিয়ে যেখানে মল জমা হওয়ার কথা সেখানে শুধুই রক্ত বের হচ্ছিল।

জান যায়, তাহাসিনকে ৩ মাসে ১৪৪ ব্যাগ রক্ত দেওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি ছাড়া উন্নতি হয়নি।

স্বজনরা আরও অভিযোগ করে বলেন, তাহসিন মারা যাওয়ার পর স্বজন সবাই যখন শোকে বিভোর, তখন হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো পুলিশ ডেকে তাদের ভয় দেখানোর চেষ্টা করে।