ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


২৪ জুন ২০২৩ ০৫:০৪

ছবি সংগৃহীত

শুক্রবার (২৩জুন) বিকেল তিন টায় মোহনপুর রেজিষ্ট্রি অফিস চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোহনপুর উপজেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনসহ বিভিন্ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোহনপুর উপজেলা শাখার সভাপতি আর কে রতন।

এ সময় উপস্থিত ছিলেন মৌপাড়া পূজা মন্ডপের সভাপতি-সম্পাদাক সনজিত ও সুজল, পত্রপুর মন্দির সভাপতি রতন সরকার, মোহনপুর সদর কেন্দ্রীয় মন্দির সভাপতি নিমাই প্রামানিক, দোরাজপাড়া মন্দির সভাপতি নিতাই চন্দ্র সাহা, হাটরা মন্দির সভাপতি অমল সরকার, উষায়ের হাটরা মন্দির সভাপতি নারাযন, মকিমপুর হাটরা মন্দির সভাপতি প্রতাপ কুমার, ধামিন নওগাঁ মন্দির সভাপতি চন্দন সরকার, চন্দ্র,ঘাসিগ্রাম সভাপতি রাখাল চন্দ্র, লক্ষিপুর মন্দির সভাপতি শুকুমার সরকার, বেলনা পালপাড়া মন্দির সভাপতি কুমারেশ পাল, বেলনা মন্দির সভাপতি পরিমল সরকার, বেলনা শীতলা মন্দির সভাপতি শংকর সরকার, মহিষকুন্ডি মন্দির সভাপতি সত্যেন সরকারসহ সকল মন্দিরের সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক স্বপন কুমার। অনুষ্ঠানে আসন্ন দূর্গা পূজা সূষ্ঠ ও সুন্দর উদযাপন করা, বিভিন্ন মন্দির সংস্কারসহ বিস্তার আলোচনা করা হয়।