ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


২৩ জুন ২০২৩ ০৩:৩২

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের প্রশংসা করেন বক্তারা। অন্যদিকে প্রতিটি এলাকায় মাদকের ছড়াছড়ি ও গরু চুরিসহ সকল চুরির বিরুদ্ধে অভিযোগ করেন উপস্থিত ইউপি চেয়ারম্যানগণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের বিরুদ্ধে অভিযোগ করেন সাংবাদিকরা।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহম্মেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, কুতুবা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান জোবায়েদ মিয়া, দেউলা ইউপি চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বাবুল, সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লা মৃধা, কাচিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রব কাজী, উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান, যুবউন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব,বোরহানউদ্দিন প্রেসক্লাব নির্বাহী সদস্য ফয়সাল আহম্মেদ, বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ.এম.এরশাদ, আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের প্রশংসা করেন উপস্থিত বক্তারা।