ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


পাওনা টাকা চেয়ে হলো লাশ


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৪

রাজধানীর ডেমরার ডগাইর ঈদগা মাঠ এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে । এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আফাজউদ্দিন (৫৫)নামের এক ব্যক্তি নিহত হন।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টাযর দিকে এই ঘটনাটি ঘটে। আহত আফাজউদ্দিনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১২টায় দায়িত্বপালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী খোকন জানায়, স্থানীয় জাহাঙ্গীর শাহ আলম নুরে আলম পূর্বের পাওনা টাকাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটায়। ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

এসএমএন