আশুলিয়ায় স্ত্রীকে জবাই করে বাচ্চা নিয়ে পালালেন স্বামী

শিল্প অঞ্চল আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর লাশ বাথরুমে রেখে শিশু সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নারী হলেন শিমু আক্তার (২১)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোগন্দপুর গ্রামের নয়া মিয়া ব্যাপারীর মেয়ে। তার পলাতক স্বামী ফারুক হোসেন একই গ্রামের তৌইবর মিয়ার ছেলে। স্বামী স্ত্রী দুজনেই আশুলিয়ার কাঠগড়া এলাকার ডেকো লিগেসি গ্রুপের আগামী এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন।
তাদের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, একই বাসায় নিহত নারী তার আরো ২ বোন ও খালা খালু বসবাস করে। সোমবার রাত ১২টার দিকে স্বামী ফারুককে নিয়ে ঘরে চলে যায় শিমু। পরদিন সকালে এক বোন তাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এসে দেখে ঘরের ছিটকিনি বাইরে থেকে আটকানো।
ঘরে ঢুকতেই রক্তের চিহ্ন। পরে রুমে কাউকে না পেয়ে বাথরুমে গিয়ে শিমুর নিথর দেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সকাল থেকেই ফারুককে আর খুঁজে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে। আমরা পলাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছি। বাকি তথ্য তদন্ত শেষে বলা যাবে।