ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সড়ক দিবসে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


২২ অক্টোবর ২০১৮ ২০:৩১

সোমবার (২২ অক্টোবর) সকালে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে ‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’ শ্লোগানে একটি র‍্যালি হয়। র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সভাপতিত্ব করেন অতি. জেলা ম্যাজিস্ট্যাট সাবিহা সুলতানা।

এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।

বক্তারা সড়কে ট্রাফিক আইন মেনে নিরাপদ সড়ক গড়ার প্রতি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এমএ