ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


কাশিয়ানীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩২

জমি সংক্রান্ত বিরোধের জেরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে হিঙ্গুল সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হিঙ্গুল সরদার উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের ইরফুল সরদারের ছেলে। সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

পুলিশ জানান, জমি সংক্রান্ত বিষয়ে দক্ষিণ ফুকরা গ্রামের হারুন-অর-রশিদ মোল্যার সঙ্গে সাইফুল সিকদারের দীর্ঘদিনের বিরোধের জেরে সকালে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ৩১ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫৭ রাউন্ড গুলি বর্ষণ করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় ১২ জনকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আইএমটি