ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মোংলায় ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৪


১৭ জুন ২০২৩ ১৯:৪৬

মোংলায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত স্বামী-স্ত্রীসহ তাদের দুই শিশু সন্তান দগ্ধ হয়েছে। 

শুক্রবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের জয়নালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে জয়নাল খাঁন (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (২৮), ছেলে জিহাদুল ইসলাম (৩) ও মেয়ে বৃষ্টি আক্তার (১৮)। 

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, শুক্রবার গভীর রাতে জয়নালের বাড়িতে আগুন লাগে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। তারা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ চার জনকে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।