ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


হবিগঞ্জে জমিজমার বিরোধে ১ যুবক নিহত


২২ অক্টোবর ২০১৮ ২০:০৭

হবিগঞ্জে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হাকিম মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

উপজেলার মোড়াকরি এলাকায় সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাকিম মিয়া মৃত ওয়াহিদ মিয়ার ছেলে হাকিম।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঐ এলাকার কাইয়ুম মিয়া এবং তৌহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হাকিম মিয়াসহ অন্তত ১১ জন আহত হন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, এখনও এ বিষয়ে কোন মামলা হয়নি।

এমএ