কালীগঞ্জে র্যালী ও আলোচনা সভা

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’-এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদ চত্বর থেকে এক র্যালী রেব হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে পরিষদের নতুন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ ম-ল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএ