ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মোহনপুরে মোবাইল ফোনের জন্য কিশোরের আত্মহত্যা


১৬ জুন ২০২৩ ০১:৩৯

সংগৃহিত

রাজশাহীর মোহনপুর উপজেলার বৃ-হাটরা গ্রামের আম বাগানে ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত কিশোর সামিউল ইসলাম (১৩) একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে সামিউলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন প্রতিবেশীরা।

নিহতের পরিবার সূতে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে মোবাইল কিনার বায়না ধরে নিহত সামিউল ইসলাম। বিষয়টি নিয়ে অভিমানে থেকে রাত পোহালে রাজশাহী নওগাঁ মহাসড়কের ধারে মালেকের আম বাগানে গিয়ে খালি পেটে বিষ জাতীয় কিছু পান করে। এরপর প্রতিবেশিরা তার লাশ দেখে পরিবারকে খবর দেয়। তবে থানা পুলিশ আত্মহত্যা কারন সুনিশ্চিত করতে পারেনি বলে জানান।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ জানান, আমিসহ ইন্সপেক্টর তদন্ত, এস আই আবু জাহেদ ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তবে এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।