ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আশুলিয়ায় ডাচ বাংলা ব্যাংক কর্মকর্তা শাকিলের প্রতারণা


১৩ জুন ২০২৩ ২৩:৪২

সংগৃহিত

রাজধানীর অদূরে শিল্পাঞ্চলে আশুলিয়া এলাকায় বিভিন্ন লোকদের লোন করে দেওয়ার কথা বলে একাধিক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা শাকিল খানের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায় ডাচ বাংলা ব্যাংকের একাউন্টস অফিসার শাকিল খান, পিতা: মোঃ আবজাল হোসেন, গজারিয়া, চিকাশী, ধুনট, বগুড়া, তার সহযোগী মোঃ মজিদ মিয়া, পিতা: মৃত মফিজ উদ্দিন এর মাধ্যমে বিভিন্ন লোকদের বড় ছোট লোন করে দেওয়ার কথা বলে খরচ বাবদ বিপুল অঙ্কের টাকা আত্নসাৎ করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ আলী একজন মেডিসিন ব্যবসায়ী বলেন, আমার একটি জমি ক্রয়ের বিশেষ প্রয়োজনে মজিদ মিয়ার মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের একাউন্টস ম্যানেজার শাকিল ভাই এর সাথে সাক্ষাৎ করে আলোচনা করলে আমাকে লোন করে দিবে ১০ লক্ষ টাকা বলে খরচ বাবদ ৬৫ হাজার টাকা দিতে হবে বলে জানায়। পরে আমি দুইদিন সময় নিয়ে চলে আসি, পরবর্তী তিনদিন পরে অক্টোবরের ১৫ তারিখ ২০২২ ইং মজিদকে সাথে নিয়ে শাকিল ভাই আসেন বলিভদ্র বাজারে এসে আমার কাছ থেকে কাগজ ও খরচ বাবদ ৬৪ হাজার টাকা নিয়ে যায়।

এরপর থেকে আজ নয় কাল, কাল নয় পরশু এমন করতে করতেই ঘুরাচ্ছেন আমাকে এমনকি জানতে পারলাম আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে লোন করে দেওয়ার কথা বলে। প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন, এই চক্রের প্রত্যেকজনকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।