মোহনপুরে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে যুবলীগ নেতার জিডি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ‘কটূক্তিমূলক ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় মোহনপুর থানায় সাধার ডায়েরি (জিডি) দায়ের করেছেন একরামুল হক (বিজয়) নামের এক যুবলীগ নেতা।
সোমবার (২২ মে) রাতে মোহনপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি একরামুল হক (বিজয়) বাদী হয়ে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।
ইকরামুল হক বিজয়) বলেন, আমি আওয়ামী লীগের একজন নিবেদিত এবং দায়িত্বশীল কর্মী হওয়ায় আবু সাঈদ চাঁদের এহেন বক্তব্যের জন্য বিস্নিত 'শংকিত ও গভীরভাবে মর্মাহত।
এর আগে গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে ২২ সেকেন্ডের ভিডিওতে চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমরা করবো।
এ বিষয়ে ওসি সেলিম বাদশা বলেন, সোমবার রাতে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন স্থানীয় এক যুবলীগ নেতা। বিষয়টি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।