ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ইয়াবাসহ আটক ১


২২ অক্টোবর ২০১৮ ১৬:৪৬

যশোরের বেনাপোল বন্দর থানার শিবনাথপুর বারোপোতা গ্রাম থেকে সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড একশান ব্যাটালিয়নের সদস্যরা।

শনিবার (২০ অক্টোবর) রাত ১১টার সময় তাকে আটক করা হয়। আটক সেলিম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার সুরত আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা সহ সেলিম নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত আসামিকে শার্শা থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এমএ