ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভালুকায় আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


২৩ মে ২০২৩ ০৩:৩৪

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” প্রতিপাদ্যে নওগাঁর ভালুকা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ২২ মে (সোমবার) সকালে উপজেলা ভূমি অফিস সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স, আলোচনা সভা ও উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. শেলিনা রশিদ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পাঠান সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দের পাশাপাশি ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাসহ অন্যান্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।