ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কেশরহাটে বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বাবুল হোসেন


২১ মে ২০২৩ ০৫:০২

রাজশাহীর মোহনপুরের প্রধান বানিজ্যিক কেন্দ্র কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচন ৮ জুলাই অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে চরম উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংগঠনের মোট ভোটার সংখ্যা ১০৪৫ জন। ২০ জুন শনিবার ছিল মনোনয়পত্র জমাদানের শেষ দিন। সভাপতি পদে মোট ৩ জন প্রার্থীর মধ্যে সন্ধার পর বিশিষ্ট ব্যবসায়িদের সঙ্গে নিয়ে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন আলু ব্যবসায়ি বাবুল হোসেন।

এছাড়াও গার্মেন্টস ব্যবসায়ী সাদ আক্কাস, কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও মৎস্য ব্যবসায়ী সাবের আলী মন্ডল সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক।

এছাড়াও ১১ পদে মোট ২০ জন প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনপত্র জমাদান শেষে বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, আমি বিজয়ী হলে বাজার ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কাজ করে যাব। বাজারের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করবো। এজন্য তিনি সকল ভোটারদের কাছে নির্বাচনের দিন দেয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেছেন।

তিনি বলেন, অধিকাংশ ব্যবসায়ী তার পাশে রয়েছেন।