ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কাভার্ডভ্যানের চাপায় গেল তিন প্রাণ


২২ অক্টোবর ২০১৮ ১৫:৪৭

চাঁদপুরের হাজীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহতরা হলেন এলেম হোসেন (৪৫), তার ছেলে আকরাম হোসেন (২২) ও তাদের প্রতিবেশী আবু সুফিয়ান (৪০)।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাকিলা এলাকার গুকরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শাহরাস্তির ওয়ারক গ্রাম থেকে এলেম হোসেন ছেলে আকরামসহ প্রতিবেশীদের নিয়ে সিএনজিযোগে মাছ ধরতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিকে থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাক এবং চালককে আটক করা যায়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়েমুচড়ে গেছে।

আরআইএস/আরকেএইচ