ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শনিবার দুই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক


১৯ মে ২০২৩ ১৭:২১

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সাইল মিলস এলাকায় পদচারী–সেতুর বিম স্থাপনের জন্য আগামীকাল শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ব্যস্ততম ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, নির্মাণাধীন পদচারী–সেতুর বিম বসানোর সময় যেকোনও ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলোতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গত শনিবার এই বিমটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। ফলে তখন বিমটি স্থাপন করা হয়নি।