ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ভালুকায় যুবলীগনেতা সজীবের নেতৃত্বে র‍্যালি


১৮ মে ২০২৩ ০৩:২৭

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে ভালুকায় যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের নেতৃত্বে র‍্যালী অনুষ্ঠিত হয়োছে।

ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে বুধবার ১৭ মে (বুধবার) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের শত শত নেতাকর্মীরা অংশ নেয়।

এর আগে বাদ যোহর উপজেলার পল্লী বিদ্যুৎ মসজিদে এই যুবনেতা সজীবের উদ্যোগে বিশেষ দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়।