ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বোরহানউদ্দিনে জ্বীন প্রতারণার ব্যবসা করে কোটিপতি কাচিয়ার হাসনাইন


১৭ মে ২০২৩ ১৮:০৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের মুন্সী বাড়ীর জাহাঙ্গীর মুন্সীর ছেলে হাসনাইন জ্বীন প্রতারণার ব্যবসা করে কোটিপতি বনে গেছে।

দীর্ঘ ১০ বছর যাবত মোবাইল ফোনে জ্বীন প্রতারণার ব্যবসা করে আসছেন তিনি। জ্বীন প্রতারণা করে ওই টাকা দিয়ে মুন্সী বাড়িতে করেছে আলীশান বাড়ী।

তার বিরুদ্ধে জ্বীন প্রতারণার মামলা রয়েছে। মোবাইল নাম্বার যুক্ত করে দরবার শরিফ বাবা, আউলিয়া বাবা, কুফরি বাবা, জ্বীন বাবাসহ বিভিন্ন নামে ফেইসবুকসহ বিভিন্ন স্থানে বিজ্ঞাপন দেয় প্রতারক হাসনাইন। ওই বিজ্ঞাপন নাম্বারে ফোন করলেই জ্বীন প্রতারক হাসনাইনের খপ্পরে পড়ে অসহায় সহজ সরল মানুষ গুলো।

মোবাইলের ভয়েস চেঞ্জ করে চিকন সুরে আবার কখনো মোটা কন্ঠে জ্বীনের বাদশা পরিচয়ে কথা বলে প্রতারক হাসনাইন। প্রথমে বিকাশের মাধ্যমে কিছু টাকা দাবি করেন। সেখানে টাকা না দিলে ছেলে অথবা মেয়েসহ স্বামী মারা যাবে বলে কৌশল খাটিয়ে ভয়ভীতি দেখান প্রতারক হাসনাইন। পরে আতংক হয়ে হাসনাইনের বিকাশ নাম্বারে টাকা পাঠায় অপর প্রান্ত থেকে মোবাইলে কল আসা ব্যক্তি। এতে হাজার- হাজার মানুষ হাসনাইনের প্রতারণার খপ্পরে পড়ে নিস্ব হয়েছেন। তবে হাজার হাজার মানুষ নিস্ব হলেও কোটিপতি বনে গেছেন জ্বীন প্রতারক হাসনাইন।

এলাকায় কোটিপতি জ্বীন প্রতারক নামে পরিচিত তিনি। তবে জ্বীন প্রতারক মামলায় জেল খেটেও জামিনে এসে আবার জ্বীন প্রতারণার ব্যবসা করে আসছেন তিনি। তবে তাকে আইনের আওতায় আনার দাবী জানান সচেতন মহল।

অন্যদিকে জ্বীন প্রতারক হাসনাইনের কাছে জ্বীন প্রতাণার ব্যবসার বিষয়ে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি জ্বীন প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।