ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভোলায় সকল রুটে নৌযান চলাচল শুরু


১৬ মে ২০২৩ ০৪:২০

ঘূণিঝড় মোখার প্রভাবে ভোলার অভ্যন্তরীণ নৌ-রুটে তিন দিন বন্ধ থাকার পর ভোলার সকল রুটের নৌযান চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার (১৫ মে) সকাল ১০টা থেকে ভোলার সকল রুটে যাত্রীবাহী লঞ্চ শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম ভোলা নিউজকে জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভোলা- লক্ষ্মীপুর ও ভোলা-বরিশালসহ সকল রুটের লঞ্চ চলাচল চালু করা হয়েছে। এখন ভোলা থেকে সকল রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ভোলা- লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ৬টি ফেরি চলাচল করছে। ঘাটে যে পরিমান গাড়ী রয়েছে এক দিনের মধ্যে পারাপার করা যাবে।