ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভোলায় অসুস্থ আ'লীগ নেতাকে দেখতে গেলেন ড.শান্ত


১৬ মে ২০২৩ ০২:২৬

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ৫নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান সেলিম হাওলাদারকে দেখতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।

সোমবার (১৫ মে) বিকেলে অসুস্থ আওয়ামীলীগ নেতা সেলিম হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং অসুস্থ এ নেতার রোগমুক্তি কামনা করেন ড.শান্ত।

এসময় ভোলা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিন, জেলা যুবলীগ নেতা এজেএড মনিরুল ইসলাম, নওশাদ হোসেন মুন, ফয়সাল বাবু, মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, হাবিবউল্লাহ হাবু চেয়ারম্যান, মহিবুল্লাহ খোকন, আরিফুর রহমান রুম্মন, জয়নাল, ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান শান্তসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।