ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


অসহায়দের মাঝে শুকনা খাবার বিতরণ করলেন পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার


১৪ মে ২০২৩ ২১:৫৫

ঘূর্ণিঝড় "মোখা" থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে আসাসহ নিজ অর্থায়নে শুকনা খাবার বিতরণ করলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরদার।

প্রায় ৪০ টি মোটরসাইকেল, নিজ ব্যবহিত একটি মাইক্রো গাড়ি ও ২শতাধিক স্বেচ্ছাসেবী দিয়ে বেড়ীবাঁধ এলাকার অসহায় মানুষদেরকে আনা হচ্ছে পক্ষিয়া ইউনিয়নের ইউপি কার্যালয়সহ আশ্রয় কেন্দ্র গুলোতে। তাদের মাঝে রাতে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এছাড়াও চিকিৎসা সেবা দেওয়ার সকল দায়িত্ব গ্রহন করবেন বলে জানান চেয়ারম্যান আলাউদ্দিন সরদার।

ঘূর্ণিঝড় "মোখা"থেকে সাধারণ মানুষকে বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সকল ধরণের সেবা কার্যক্রম চলমান রেখেছেন বলে জানান চেয়ারম্যান আলাউদ্দিন সরদার।

চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, ইউপি কার্যালয়সহ আশ্রয় কেন্দ্র গুলোতে প্রায় ছয় শতাধিক লোক রয়েছে। শুক্রবার ও শনিবার দিন ও রাতে চলে প্রচার প্রচারণাসহ আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম। দুর্যোগেও সকলের পাশে থেকে সেবা করতে চাই।

পক্ষিয়া ইউনিয়নের সকলকে নিয়ে বাচঁতে চাই। । তাই সাধারণ ও অসহায় মানুষদেরকে আশ্রয় কেন্দ্র গুলোতে আনা হচ্ছে। তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।