ঘূর্ণিঝড় 'মোখা' মোকাবেলায় সাধারণ মানুষের খোঁজ-খবর নেন ভোলা পুলিশ সুপার

ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণে ও সাধারণ মানুষের খোঁজ-খবর নিতে মেঘনার তীরবর্তী ভোলার উপকূলীয় অঞ্চল তুলাতলি এলাকা পরিদর্শন করেন ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
শনিবার বিকালে পরিদর্শনকালে তিনি ঘূর্ণিঝড় মোখায় জনগণের জানমাল রক্ষার্থে, দূর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় সচেতনতা বৃদ্ধি ও মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রতে যাওয়ার নির্দেশনা দেন।
নদীতে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পাশাপাশি যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের সহায়তা গ্রহণ করতে আহ্বান জানান তিনি।
এছাড়াও জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের মাঝে ঘূর্ণিঝড় মোখা, মোকাবেলায় সচেতনতামূলক নির্দেশনা দেন ও অস্ত্রগুলি হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন এবং জেলা পুলিশের ব্যবহৃত স্পিডবোট সুরক্ষিত জায়গায় রাখার নির্দেশ প্রদান করেন তিনি।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম জানান, জনগনের জানমাল রক্ষায় পুলিশ টিম কাজ করছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সবাইকে নিরাপদ আশ্রয় স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এসময় ভোলা সিভিল সার্জন এ কে এম শফিকুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এলজিআরডি কর্মকর্তা প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির বিপিএম, জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।