ভোলায়"মোখার" আক্রমণ থেকে মাঠের দন্ডায়মান ফসলসহ অন্যান্য ফসল রক্ষার্থে কৃষি বিভাগ এর কন্ট্রোল রুম

ঘূর্নিঝড় “ মোখা ‘’ উপকূলীয় অঞ্চলের আঘাত হানতে পারে বিধায় ভোলা জেলার মাঠে দন্ডায়মান ফসলসহ অন্যান্য ফসল রক্ষার্থে জেলার সকল উপজেলায় কন্ট্রোল রুম এ যোগাযোগ রাখতে বলা হয়েছে।
শনিবার দুপুরে ভোলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ালিসুল কবির এর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা সাতটি উপজেলা জন্য দুইজন কৃষি কর্মকর্তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
তারা হলেন, উপসহকারী উদ্ভিদ ও সংরক্ষণ অফিসার মোঃ হুমায়ুন কবির ও উপসহকারী কৃষি অফিসার নাসির উদ্দিন।
এ বিষয় ভোলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাসান ওয়ালিসুল কবির বলেন, ঘুর্ণিঝড়ের প্রভাবে বিনষ্ট কৃষি সম্পদ রক্ষার্থে আমাদের এ উদ্যোগ।